anindabangla

১৯শে সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ , রবিবার , ৪ঠা আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ


অনিন্দ্যবাংলা ডেস্ক: অটোরিক্সাচালক রুবেল হত্যার রহস্য উদঘাটন হয়েছে। খুনের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ভিকটিম অটোরিক্সা চালক রুবেল ১২ জুলাই প্রতিদিনের ন্যায় নিজ বাড়ী হতে অটেরিক্সা নিয়া শম্ভগঞ্জ মোড় থেকে পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় ভাড়া মারার উদ্দেশ্যে যায়। ঐ দিন রুবেল এর মোবাইল বন্ধ থাকায় বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোথাও পাওয়া যায়নি।

১৩ জুলাই লোক মুখে শুনা যায়, কোতোয়ালী ঝাউগড়া চিড়া হরিবন্ধ এলাকায় একটি লাশ পাওয়া যায়। পরে সেখানে গিয়ে রুবেল এর বড় ভাই লাশ সনাক্ত করে। এ ঘটনার মৃতার বড় ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ, ময়মনসিংহ তদন্তকালে ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত আসামী মোঃ আরিফুর রহমান হাসান মীর (১৮), মোঃ সজিব মাহমুদ রোজ (১৮), মোঃ ইমন হোসেন (১৯)দেরকে ১৫ জুলাই গাজীপুর জেলার বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য উদঘাটিত হয়।

অটোরিক্সা ছিনতাই এর জন্য এই হত্যাকান্ড সংঘটিত হয়।

দেশ প্রপার্টিজ

করোনায় মানবিক সাহায্য দিন

রুমা বেকারী

করোনা ভাইরাস নিয়ে সতর্কীকরণ

নিত্যদিন বা উৎসবে,পছন্দের ফ্যাশন

ময়মনসিংহ সিটি কর্পোরেশন

Top
Top