anindabangla

৩০শে জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ , শুক্রবার , ১৫ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ


কালের পুরুষ
সারাফ নাওয়ার

মানুষ তার আরাধনা
মানুষ তার নিদ্রা-বিনিদ্রা
বিরান ভূমিতে কাটে জলের ফোয়ারা
বিমোহন অরণ্যে লোকালয় বদলে যায়
তপ্ত রোদ্দুর হেসে ওঠে গ্রীষ্মের বিস্ময়ে।

শুধু মানুষ কেন? প্রাণের সাধনাই আজন্ম ব্রতী
নগরকে চমকে দিয়ে জলবন্দি গ্রামগুলো
পা রাখে সোনায় মোড়ানো সড়কে;
পাখিরাও নতুন আস্বাদে উড়ে হাওরের আকাশে।

শুধু প্রাণ কেন? যাবতীয়ই তার ভাবনার উৎকর্ষ
প্রকৃতিও কথা শুনে নরোম মনে
কালের অন্ধকারকে গড়িয়ে দেয় আলোর হার।
বসে না প্রশংসার টেবিলে, মানে না যুগের প্রচার।
ঈর্ষান্বিত সমকাল। ভাবীকাল দেখে,
কালপুরুষের সম্মোহনী মুখ, ঋজুচলন।

কর্পূরের মতো হাওয়ায় মিলায় সমকালের কার্পণ্য
প্রাপ্তির দায়ভার প্রকৃতির কাছেও থাকে
নিয়মের স্বাতন্ত্র‍্যে।

ক্যাডবেরির গায়ে শিশুও বলছে কালপুরুষের নাম…

০২/০৪/২০২০

দেশ প্রপার্টিজ

করোনায় মানবিক সাহায্য দিন

রুমা বেকারী

করোনা ভাইরাস নিয়ে সতর্কীকরণ

নিত্যদিন বা উৎসবে,পছন্দের ফ্যাশন

ময়মনসিংহ সিটি কর্পোরেশন

Top
Top