anindabangla

১৬ই জুন, ২০২১ খ্রিস্টাব্দ , বুধবার , ২রা আষাঢ়, ১৪২৮ বঙ্গাব্দ

শিরোনাম

পংকজ মনহরের কবিতা : সবকিছু দখলে যাবে একদিন

অনিন্দ্য’র ক্যামেরায়
কোর্ট প্রাঙ্গনে ডাহুক পাখী
হেঁটে বেড়ায় সারাদিন;

তেমনি সমুদ্র সৈকতে
বিস্তর নিরবতা ভাঙ্গে
স্ফুর্ত শিস দেয়া ডলফিন।

মাওয়ালীদের দাবরানো
সুন্দরবনে;নেচে বেড়ায়
দলবেধে হরিনের ঝাঁক;

এমনি করে একদিন
তেড়ে আসবে শুকনো নদীরাও
যেখান তাঁরা নিয়েছিল বাঁক।

© কপিরাইট © সর্বস্বত্ব অনিন্দ্যবাংলা কর্তৃক সংরক্ষিত ২০০০-২০২০ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Top