anindabangla

১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , শুক্রবার , ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম

অনিন্দ্যবাংলা ডেস্ক : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে শারদীয় দুর্গোৎসব ২০২১ উপলক্ষে আজ বিকেল ৫ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, জাতির পিতার অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাস্তব রূপ নিয়েছে। দেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পালন করতে পারছেন।
তিনি আরও বলেন, ইতোপূর্বে শারদীয় দুর্গোৎসব উদযাপনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন যেভাবে পাশে থেকেছে, এ বছরও তার ব্যতিক্রম হবে না। আলোর ব্যবস্থা, আর্থিক সহযোগিতা, জীবাণুনাশক সরবরাহ, পরিস্কার পরিচ্ছন্নতা, মেডিকেল ক্যাম্প, বিসর্জন ঘাট তৈরি সহ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে সিটি কর্পোরেশন যে ভূমিকা রাখে তা অব্যাহত থাকবে।
এ সময় মেয়র পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উত্থাপিত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্যানেল মেয়র ও অন্যান্য কাউন্সিলরগণ, সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখা প্রধানগণ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড. বিকাশ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. রাখাল চন্দ্র সরকার, রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তি প্রদানন্দ, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি এড. তপন দে, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. প্রশান্ত দাস চন্দন, সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন দাস,  দুর্গাবাড়ি ধর্মসভার সম্পাদক শংকর সাহা, শিববাড়ি নারীশক্তি আয়োজিত পূজা কমিটির সাধারণ সম্পাদক সুচিত্রা সেনগুপ্তা সহ জেলা, মহানগর ও সিটি কর্পোরেশনের বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশ প্রপার্টিজ

করোনায় মানবিক সাহায্য দিন

রুমা বেকারী

করোনা ভাইরাস নিয়ে সতর্কীকরণ

নিত্যদিন বা উৎসবে,পছন্দের ফ্যাশন

ময়মনসিংহ সিটি কর্পোরেশন

২ responses to “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মসিকের মতবিনিময় সভা”

Leave a Reply

Your email address will not be published.

Top
Top