anindabangla

১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , শুক্রবার , ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম

অনিন্দ্য সুন্দরী

…মোঃ সফিকুল ইসলাম 

দুর্গম আলোহীন পথে যাই হাঁটি,
নিকষ কালো অন্ধকারে মরিমরি
কি যেন এক মায়ায় খুঁজে ফিরি,
পথের শেষ তোমায় খুঁজে খুঁজে
ক্লান্ত দেহ মনে রক্ত জবায় ফিরি
অনিন্দ্য রূপের অনন্য মাধুরিতে
সেজে আছো অদেখা তুমি সুন্দরী।
রূপ ঝলকের নিয়ন আলোয়
দেহমন ভরিয়ে দেয় আমরি,
কলতানে চারদিক মুখরিত
টোলপরা হাসি ফোটে তোমারি।
ছুটে ছুটে রক্তজবার অঞ্জলি
পরেছে মোর ক্লান্তিহীন পদযুগল-
মরুর তপ্তবালিতে ফোটা
তুমি শ্বেতশুভ্র ক্যাক্টাস ফুল।
মায়াময় রূপের প্রেমময় টানে
তোমারি গা ছোঁয়া বাতাসের-
গন্ধ শুঁকে শুঁকে পাগলপারা
সীমাহীন দিগন্তের পানে ছুটে চলি,
বিস্তির্ণ মাঠের মাঝে
আঁকাবাঁকা পথের অন্ধকারে
অবগাহনের ছোঁয়ায় পুলকিত
অপলক দীপাবলি।
রূপের হাটে ফুলের পাপড়িতে
হেসে থাকবে স্বপ্নিল ক্যানভাসে
রানীর লাবন্য লুটিয়ে সেজে আছো্
তাইতো বুকটা চিনচিন করে
যত রূপবান দেখেছি আজন্ম
সবার সাথেই রয়েছে মিষ্টি অমিল।
আমি সেই পথে হেঁটে যাওয়া
দুঃসাহসিক ক্লান্ত পথিক
রাতের আঁধারে ডানা মেলে
এদিক ওদিক ঘুরে হই নিশাচর।
অচেনা লক্ষ্যহীন পায়চারিতে
 হয়েছি ভবঘুরে যাযাবর,
নিশ্বাসে বিশ্বাসে আছো যে মিশে
ফিরে আসি বারবার।
মায়াময় এই পথের টানে
অনেক পথিক হারিয়ে দিশা,
দুর্গম গিরিপথ পার করে
বুকে বেঁধে অজানা আশা।
অচেনা পথিকের ভিড়ে মুখরিত
অবসাদে থমকে দাড়ায়!
গেয়ে যাই তোমার জয়োগান
তুমি সুন্দরী হে প্রেমময়।
বিনিদ্র রজনী শেষে চোখের পলকে
ক্লান্তির কোলে নাহি ওগো শুই,
নিজেকে রেখে আলোহীন
রূপের ছোঁয়ায় হাসি খুঁজি সুন্দরী,
মরুর উত্তাপে অজানা আবেশে
পুলকিত মন, রক্ত জবা ফুটিয়ে ঘুরি,
তীব্র ঝড়ের প্রচন্ড বেগে বৃষ্টিস্নাত
মেঘলা আকাশে যাই উড়ি।
মরুর বালি পথে, কভু বন্ধুর গিরিপথে
 তৃষ্ণার্থ হয়ে তবু ঘুরি,
নীল পরীর ডানায় বসে আসবে
তাই পথে পথে খুঁজে ফিরি।
কতশত ক্লান্তি বাঁধা পেরিয়ে
পথপানে প্রদীপ জ্বালিয়ে আছি,
তোমার হাসিতে ম্লান হবে কষ্ট,
তুমি তো আমারই অনিন্দ্য সুন্দরী।।
১৫ অক্টোবর, ২০২০
ইস্কাটন, ঢাকা।

দেশ প্রপার্টিজ

করোনায় মানবিক সাহায্য দিন

রুমা বেকারী

করোনা ভাইরাস নিয়ে সতর্কীকরণ

নিত্যদিন বা উৎসবে,পছন্দের ফ্যাশন

ময়মনসিংহ সিটি কর্পোরেশন

Leave a Reply

Your email address will not be published.

Top
Top