anindabangla

১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , শুক্রবার , ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম

হাসান মাসুম এর কবিতা

১. সুখ-অসুখ

মাঠ কিনেছি ঘাট কিনেছি
ফ্ল্যাট কিনেছি ঢাকায়
বুক কিনেছি সুখ কিনেছি
মার্সিডিজের চাকায়।

হরিণ পুষি শালিখ পুষি
উতকোচেরই টাকায়
বন্ধুরা সব ঈর্ষা করে
চিকন চোখে তাকায়।

পয়সা বানাই হাত ঢুকিয়ে
গোখরো সাপের ঝাঁকায়
অডিট করে সাধ্য কি তার
সুইস ব্যাঙ্কের শাখায়।

লোক দেখানো দান করে যাই
চ্যানেল গুলায় দেখায়
লাভ হল কি? আই-সি-ইউতে
প্রাণটা গেলো ফাঁকায়।

লেসথো, আফ্রিকা
১১/১০/২০২১

দেশ প্রপার্টিজ

করোনায় মানবিক সাহায্য দিন

রুমা বেকারী

করোনা ভাইরাস নিয়ে সতর্কীকরণ

নিত্যদিন বা উৎসবে,পছন্দের ফ্যাশন

ময়মনসিংহ সিটি কর্পোরেশন

Leave a Reply

Your email address will not be published.

Top
Top