Logo

অনিন্দ্য জসীমের কবিতাঃঃ কাক

অনিন্দ্য বাংলা
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০
  • শেয়ার করুন

কাক

কাকের জন্যও কা কা করে মন
কেনো যে এমন অহেতুক হাহুতাশ
এ বসন্তে কোকিলের ডাক শুনতে পাই নি বলে
এতো পরিতাপ কাকের কা কা শোনতে!

যদি বসন্তে কোকিলের গান শুনতে চাও
তোমাকে কাকের অাবাসন ব্যবস্থা
বংশ বিস্তার নিয়ে ভাবতেই হবে!

কাক আর সাবানের গল্প, লোককথা
ভুলে গেলে, উঠুনে কাকেরা অসে না
কা কা ডাকে না ঘরের চালে- অমঙ্গল আগাম ইশারা কোনো!

ভাত ছিটালে এখন আর আসে না কাকেরা
কোন অভিমানে এই লোকালয় ছেড়ে
চলে যাচ্ছো, হে কাক — হে লোকালয়ের পাখি
আমার সন্তান কী শুনতে পাবো না কোকিলের গান!