Logo

আরও ৪ মৃত্যু ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে

অনিন্দ্য বাংলা
শনিবার, জুন ২৬, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১০ বছর বয়সী শিশুসহ আরো চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনায় আক্রান্ত ছিলেন। তিনজন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও একজন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনার সংক্রমণের হার ১১ দশমিক ৬৮ ভাগ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেরপুরের মনিরুজ্জামান (৫২), ময়মনসিংহ সদরের দীপক সাহা (৫০), ত্রিশালের সানিয়া আক্তার (১০) এবং নেত্রকোনার হরিন্দরা এলাকার মমতা তালুকদার (৫০)। এদের মধ্যে মমতা তালুকদা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে করোনা ইউনিটের ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এবং বাকিরা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৫৯ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১১ জন। গত দুই সপ্তাহ ধরে আশঙ্কাজনক হারে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।

গত বুধবার জেলায় নতুন করে ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার ১১ দশমিক ৬৮ ভাগ বলছে জেলা প্রশাসনের পরিসংখ্যান।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় ময়মনসিংহ মেডিকেলে কভিড নমুনা পরীক্ষা কেন্দ্র প্রতিদিন মানুষ দীর্ঘ লাইন ধরে নমুনা পরীক্ষা করছেন।