Logo

আর নয় আতংক! আগামী মঙ্গলবার থেকেই করোনা ভাইরাস টেস্ট শুরু!

অনিন্দ্য বাংলা
শনিবার, মার্চ ২৮, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: আর নয় আতংক! আগামী মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা ভাইরাস টেস্ট বিষয়টি অনিন্দ্যবাংলাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ।

 তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে ‘পিসিআর’ ল্যাব স্থাপন করা হয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিমের সদস্যরা ল্যাব পরিদর্শন শেষে দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ লক্ষী নারায়ণ মজুমদার, বিএমএ সভাপতি ডাঃ মতিউর রহমান ভূইয়াসহ চিকিৎসকদের সাথে মতবিনিময় করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ লক্ষী নারায়ণ মজুমদার বলেন, করোনা ভাইরাস পরীক্ষার কীট, ডাক্তারদের জন্য পিপিইসহ অন্যান্য সরঞ্জাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে এসেছে। খুব দ্রুতই করোনা রোগি সনাক্তের কাজ শুরু হবে।