Logo

করোনা ভাইরাস সচেতনতায় মাঠে নেমেছে ময়মনসিংহ জেলা পুলিশ

অনিন্দ্য বাংলা
শনিবার, মার্চ ২৮, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: বিশ্বের উন্নত দেশগুলো যখন করোনার তান্ডবে নাজেহাল, বাংলাদেশের পুলিশ প্রশাসন বিশেষ করে ময়মনসিংহ জেলা পুলিশ করোনা প্রতিরোধে গ্রহণ করেছে সমন্বিত পদক্ষেপ ও কার্যকরি ব্যবস্থা। করোনা ঠেকাতে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), করোনা ভাইরাস সচেতনতায় ছুটছেন গ্রামগঞ্জে।

করোনা ভাইরাস প্রতিরোধ যুদ্ধে গ্রাম, গঞ্জ, শহরে যত্রতত্র অবাধ বিচরণ রোধে ময়মনসিংহে সফলতা অর্জন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ ও প্রশাসনের বিভিন্ন সংস্থা। এক্ষেত্রে লক্ষ্য ছিলো বিদেশ ফেরত প্রবাসীদের কোরেন্টাইন রাখা। সরকারি ছুটি, কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় এবার রাজধানীর ঢাকা থেকে আগতদের অযথা বিচরণ বন্ধ রাখতে গ্রামগঞ্জে ছুটছেন জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রামের জনগণকে সচেতন করতে দেয়া হচ্ছে ঘরে থাকার নির্দেশনা। একে অন্যের সাথে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন তারা। গ্রামেও নিয়ম অনুযায়ী নিত্য পণ্য ও ওষুধের দোকানগুলোতে দেয়া হচ্ছে দুরত্ব চিহ্ন। অযথা হাট বাজারে আড্ডা না দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
করোনা প্রতিরোধে সাবান পানি দিয়ে হাত ধোঁয়ার পরামর্শ দেয়া হচ্ছে, দেয়া হচ্ছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।
সচেতন ও বিশেষজ্ঞদের মতে এটি দ্বিতীয় ফেইজ। এ ধাপে সফল হলেই করোনার আক্রমণ আমাদেরকে আর ক্ষতিগ্রস্ত করতে পারবেনা।