Logo

করোনা সংক্রমন বাড়লেও লকডাউন বজায় রাখা সম্ভব নয়

অনিন্দ্য বাংলা
শনিবার, মে ৩০, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্কঃ শুক্রবার রাজ্যসভার সচিবালয়ের এক আধিকারিকের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। সিল করে দেওয়া হয়েছে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিয়ের দুটি তলা। সম্প্রতি দিল্লি এইমসের ৫০ জনের বেশি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। রাজধানীতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭,৩৮৬। মৃত্যুর সংখ্যা ৩৯৮। পরপর তিনদিন ধরে হাজারের বেশি আক্রান্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী একটি ভিডিও কনফারেন্স করে জানিয়েছেন, ‘রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়েছে, সুস্থ হওয়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু আপনারা আতঙ্কিত হবেন না। আতঙ্কের অবকাশ তখনই আসবে, যখন এখানে চিকিৎসার জন্য শয্যার সংখ্যায় কমতি দেখা যাবে। অথবা, মৃত্যুর সংখ্যা যখন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কিন্তু তা বলে চিরকালের জন্য এই লকডাউন বজায় রাখা সম্ভব নয়। সকলকে কাজে ফিরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে এই মহামারীকে সঙ্গে নিয়েই মানুষকে বাঁচতে হবে। আমরা দিল্লির হাসপাতালগুলিতে শয্যাসংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। আগের সপ্তাহে যে সংখ্যাটা ছিল ৪,৫০০, তা এখন বেড়ে হয়েছে ৬,৬০০। পরের সপ্তাহের মধ্যে আমাদের লক্ষ্য রয়েছে ৯,৫০০টি শয্যাসংখ্যার ব্যবস্থা করা। যা প্রয়োজন, তার অনেক বেশি ব্যবস্থা আমরা করছি। আপাতত ২,১০০ রোগী হাসপাতালে চিকিৎসাধীন। আর ক’দিনের মধ্যেই আমরা একটা মোবাইল অ্যাপের ব্যবস্থা করব, যার মাধ্যমে দিল্লির মানুষ জানতে পারবেন রাজধানীতে ক’টা শয্যা রয়েছে না রয়েছে।’ এরমধ্যে দিল্লির উপ–মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া জানিয়েছেন, ‘করোনা নিয়ে ভয় পাবেন না। সামান্য উপসর্গ দেখা দিলেই হাসপাতালে যাওয়ার প্রয়োজনও নেই। স্বাস্থ্যবিধি মেনে ঘরে থেকেই করোনা থেকে সুস্থ হওয়া যায়। আক্রান্তদের প্রায় ৫০ শতাংশ সুস্থ হয়েছেন। এছাড়াও হোম আইসোলেশনে ৮০–৯০ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠছেন। স্বাস্থ্যবিধি মেনে ঘরে থেকেই করোনা থেকে সুস্থ হওয়া যায়।’ গত রবিবার দিল্লির সমস্ত বেসরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা তাদের ২০ শতাংশ শয্যা করোনা রোগীদের জন্য বরাদ্দ রাখে। দিল্লির মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, রাজধানীতে দু’সপ্তাহে দ্বিগুণ হয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু তা বলে লকডাউন আর বজায় রাখা সম্ভব নয় বলে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।