Logo

কাজল ফারুকীর কবিতা : সোনা পাখি আমার

অনিন্দ্য বাংলা
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২০
  • শেয়ার করুন

সোনা পাখি আমার
কাজল ফারুকী

সোনাপাখি আমার ,জানি তুমি করোনা বন্দি আজ !
সোনার খাঁচায় ঠাঁই হয়েছে তোমার ।
দেয়াল ঘেরা ঘর,একপাশে বিছানা ও একটি খোলা জানালা ।
আগে জানতাম , বদ্ধ ঘরে খোলা জানালা হয় আশ্রয়
এখন দেখি বিছানা ।
সোনা পাখিটির জানালা ভালো লাগে না
শিকের ফাঁক দিয়ে আকাশ দেখে না একটু উঁকি দিয়েই বিছানা ।
সোনাপাখির,সোনা পাখিদের বিছানা এতো প্রিয় হতে পারে !
বিস্ময়ের ঘোর কাটে না আমার !
নিজের দিকে চোখ ফেরাই
আমিও যখন সোনা পাখির মতো ছোট্ট ছিলাম ,তখন কি করোনা ছিল ?
আমারও কি ঠাই হয়েছিলো এমন ঘরের কোণে ?
আমরাও কি বঞ্চিত ছিলাম কিছুদিন
তীব্র দুপুরের রোঁদে গোছল আর ঘন বৃষ্টিফোঁটা শরীরে
ঢোকার অনুভব থেকে ?
সবুজ ধানের ঢেউ এ নাচাতে মন ?
নদীর জলের তলে জলচুরি ?
বন্ধুর গা ছুঁয়ে ভোঁ দৌড় বা কাঁদায় লুটোপুটি ?
আমিও কি সোনা পাখির মতো অজানা আতংকে
ভয়ের ঘরে বাস করেছি রাত দিন ?
যে কোন সময়ে মৃত্যুজল্লাদ হানা দিবে দরজায় ।
সোনা পাখিরা কি মৃত্যু ভয় বোঝে ?
ওদের নির্লিপ্ত বিরক্তিমাখা মুখে ভয়ের কোন চিনহ দেখি না ।
তবে কি সোনাপাখি আমার চেয়ে সাহসী !
মৃত্যু স্বাভাবিক এটা জেনে জয় করেছে ভয় ?
সোনাপাখি আমার সোনাপাখিরা দিব্যি ঘুমায় ,
প্রয়োজনের চেয়ে অনেক বেশি থাকে বিছানায় ।
আমার বিশ্ময় লাগে এতোটা সময় কি করে কাটে বিছানায় শুধু !
বিছানা কি তবে কল্পনার রথ –
যে সোনাপাখিকে নিয়ে যায় তাঁর আরধ্য ঠিকানায় ?
পৃথিবীর তাবৎ বাহনের চেয়ে গতিময়
সে বহনে চড়ে পৌঁছে যায় কোন এক রাজ্যে ?
হোক না স্বর্গ , নরক বা অন্য কোন রাজ্য
যা শুধু সোনাপাখিরাই চেনে, ওরাই যেতে পারে সেখানে .
যে রাজ্যে মৃত্যু নেই ,
যে রাজ্যে কোন রাজা নেই
যে রাজ্যের কোন স্রষ্ঠা নেই ।
সেখানে শুধু সোনাপাখিরা উড়ে , নিজের ডানায় উড়ে ।
উড়ে উড়ে গান গায় , হাসে খিল খিল ,নাচে ,
টলমল করে তাঁর সব সখিরা ।
ওখানে তাদের কেউ ডাকে না , বলে না
এমন করতে নেই ,তেমন করতে নেই ,এমন বলতে নেই
এমন ভাবতে নেই – এমন চলতে নেই,এমন জানতে নেই ।
আমার সোনাপাখি আজ স্তব্ধ -শব্দহীন , গান হীন ,
আমার সোনাপাখিদের আজ ডানা নেই –
ওরা আর উড়ে উড়ে ডাকে না আমায় ,
আমার সোনাপাখিদের হাসি নেই
ওরা আর কলকল করে না নদীর মতো ।
আমার সোনাপাখিরা করোনাবদ্ধ আজ ছোট্ট জানালায়
একটি বিছানায় –

এক সুদূর পথের যাত্রী যেন !
আমিও যেতে চাই সোনাপাখিদের সাথে ওদের সেই কল্প রাজ্যে
যেখানে কেউ নেই –
শুধু নির্মল সাথীরা ছাড়া ।।