Logo

কেনাকাটা করার জন্য লাগবে মুভমেন্ট পাস

অনিন্দ্য বাংলা
শনিবার, এপ্রিল ২৪, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অনেকেই কেনাকাটার উদ্দেশ্যে মার্কেট ও শপিংমলে যাবেন। তবে করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধে ‘বাড়ি থেকে বের হলে যেমন সবাইকে মুভমেন্ট পাস দেখাতে হচ্ছে, একইভাবে কেনাকাটা করতে গেলেও ‘মুভমেন্ট পাস’ দেখাতে হবে।

করোনা সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে। যা আগামী ২৮ এপ্রিল পর‌্যন্ত চলবে। এ সময় দেশের সব সরকারি বেসরকারি অফিস-আদালত, গণপরিবহন এবং দোকানপাট ও শপিংমল বন্ধ ঘোষণা করা হলেও আগামী ২৫ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ‘লকডাউন’ চলাকালীন সময় জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে ‘মুভমেন্ট পাস’। এগুলোর মধ্যে-, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মরদেহ সৎকার, ব্যবসা ইত্যাদি। এছাড়া যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরির সঙ্গে মিল নেই, তাদের অন্যান্য ক্যাটাগরিতে পাস দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে ‘লকডাউনে’ কেনাকাটা করতে মার্কেটে যাবেন, নিয়মানুযায়ী তাদেরও ‘মুভমেন্ট পাস’ দেখাতে হবে।

রবিবার থেকে দোকানপাট ও শপিংমল যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে গতকাল শুক্রবার দুপুরে উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

বিধিনিষেধের মধ্যেই দোকানপাট ও শপিংমল খোলার এই অনুমতি দিলো সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে দ্বিতীয় দফায় গত বৃহস্পতিবার থেকে ‘লকডাউন’ শুরু হয়। যা চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।