Logo

জলের হিজল: সারাফ নাওয়ার এর কবিতা

অনিন্দ্য বাংলা
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২০
  • শেয়ার করুন

জলের হিজল

সারাফ নাওয়ার

তোমার মনে জলের সংসার, ভূবনজোড়া বিস্তার
আমিও কানাই, হিজলকন্যা
নিরবে দেখে যাই তোমায়।
তোমার চোখের হাসি হিজলকে পোড়ালে
আকাশও ছেয়ে যায় রক্তিম আভায়
নিরব প্লাবনে ভাসে হিজলমন।

সংগোপন প্রণয় ঢেকে রাখে বাহির, সযতনে
জল কিন্তু স্থলের তীর্থভূমি
তীর্থপুরুষ, হিজলের।
সভ্যতা যত দূর যাবে যাক
আদিমও অনন্তের অনুরণন…

চিরন্তনী ছবি আঁকে, কালের চিত্রকর–
উদোম বুকের ঘন লোমে
নুয়ে আছে, চেয়ে আছে
যেন ঝরে পড়বে হিজল-পরাণ।

চিত্রকর্মের এই জগৎ জল ও হিজলের
তামাটে দুপুরে জলে নামে হিজল-বৈশাখ

তাং- ১/০৪/২০২০