Logo

জামালপুরে কর্মরত নকলনবীশদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

অনিন্দ্য বাংলা
সোমবার, জুন ৭, ২০২১
  • শেয়ার করুন

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার সকল সাব-রেজিস্টার অফিসের কর্মরত নকলনবিশদের দক্ষতাবৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতকরন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা রেজিস্টারের কার্যালয়ে দিনব্যাপী দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি ও সদর উপজেলা সাব-রেজিস্টার অফিসের নকলনবিশদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতকরনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা রেজিস্ট্রার জহুরুল হক। জেলায় কর্মরত নকল নবীশদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরন প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষন দেন মেলান্দহ উপজেলা সাব-রেজিস্টার অফিসের সাব-রেজিস্টার মো.মঞ্জুরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা সাব-রেজিস্টার অফিসের সাব-রেজিস্টার মো. মাহবুব হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা সাব-রেজিস্টার অফিসের সাব-রেজিস্টার মোস্তাফিজুর রহমান, বকশিগঞ্জ উপজেলা সাব-রেজিস্টার অফিসের সাব-রেজিস্টার জুয়েল মিয়া, সরিষাবাড়ি উপজেলা সাব-রেজিস্টার অফিসের সাব-রেজিস্টার বিলকিস আরা প্রমুখ। জেলার ৭টি উপজেলায় কর্মরত নকলনবিশরা এ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।