Logo

জামালপুরে বজ্রপাতে আরো ২জনের মৃত্যু

অনিন্দ্য বাংলা
শনিবার, জুন ৫, ২০২১
  • শেয়ার করুন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বজ্রপাতে এক কৃষক ও সরিষাবাড়ির ভাটারার বাড়ইপটলে গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত তাজেল মন্ডল (৪০) বীর ঘোষেরপাড়া কাজিম উদ্দিনের ছেলে। আহত তাছির মন্ডল (৪৫) জামালপুর হাসপাতালে পাঠানো হয়েছে।  এর আগে বকশীগঞ্জে ৩জন ও দেওয়ানগঞ্জে ১জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আজ জামালপুরে ৬জনের মৃত্যু হলো। শুক্রবার ৪ জুন সন্ধায় উপজেলার বীর ঘোষেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই কামরুল ইসলাম বলেন, বাড়ির পাশেই তারা দুই ভাই খড় শুকাতে গিয়েছিল। হঠাৎ বৃষ্টি আসলে তারা মাঠেই খড়ের কাজ করছিলো তখনই তারা বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তাজেল (৪০) মারা যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
 শুক্রবার বিকালে বৃষ্টি ও বজ্রপাত চলাকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুুরিয়া গ্রামের মোজাম্মেল এর স্ত্রী আংগুরী (৪৫) বজ্রপাতে নিহত হয়েছে । এদিকে সাতপোয়া ইউনিয়নে আহত হয়েছে  ২ জন। আহতরা হলেন,চর সরিষাবাড়ী গ্রামের মৃত আঃ আজিজ এর স্ত্রী আনোয়ারা (৫৫) ও চর সরিষাবাড়ী গ্রামের বেলালের স্ত্রী লাকী (৩৫)।
সরিষাবাড়ী হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সাহেদুর রহমান জানান,দুজন ভর্তি আছে। এখন অবস্থা ভালো। আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে।