Logo

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের লাগাতার মশকনিধন অভিযান

অনিন্দ্য বাংলা
রবিবার, এপ্রিল ১৯, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের লাগাতার মশকনিধন অভিযান অব্যাহত রয়েছে।  ১৯ এপ্রিল, রবিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু  নির্দেশে কর্পোরেশনের সকল এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যাটারী চা‌লিত স্প্রে মেশিনের সাহায্যে মশক নিধন ও মশার লার্ভা ধ্বংসের কার্যক্রম পরিচালিত হয়। নগরীর ৫,৭,৮,১২,১৩ নং ওয়ার্ডের বি‌ভিন্ন এলাকায় দিনব্যাপী এই পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম পরিচালিত হয়। এই অভিযানের নেতৃত্ব দেন খাদ্য ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার।

পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান সম্পর্কে দীপক মজুমদার বলেন, গত বছর সারাদেশব্যাপী এডিস মশা ও ডেঙ্গু প্রায় মহামারী আকার ধারণ করেছিলো কিন্তু ময়মনসিংহ নগরে ডেঙ্গুর কোন প্রভাব পরিলক্ষিত হয় নি। কারণ আমরা মেয়র মহোদয়ের নির্দেশে বর্ষা আসার আগেই পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু করি এবং লাগাতার মশকনিধন অভিযান চালিয়ে যাই। এবছরও ডেঙ্গু প্রতিরোধে আমরা আগাম ব্যবস্থা নিয়েছি। মাসব্যাপী এই মশকনিধন অভিযান চলবে।