Logo

দুর্গাপুরে জমিসহ ঘর হস্তান্তর নিয়ে উপজেলা প্রশাসনের প্রেসব্রিফিং

অনিন্দ্য বাংলা
রবিবার, এপ্রিল ২৪, ২০২২
  • শেয়ার করুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনমুক্ত বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২৬ এপ্রিল ৩য় পর্যায়ের উপকারভোগী পরিবারে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উপর এক প্রেসব্রিফিং করেছেন। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা ও সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান প্রেসব্রিফিং এ বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে ভুমিহীন ও গৃহহীন মুক্ত বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৬ এপ্রিল ৩য় পর্যায়ের গৃহসমুহ উপকারভোগী পরিবারের নিকট জমি সহ হস্তান্তর কার্যক্রমের (ভার্চুয়াল) শুভ উদ্বোধন করবেন। ওইদিন দুর্গাপুর উপজেলায় ৪৫টি পরিবার এ ঘর পাবেন।

এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবলীগ সহ:সভাপতি পাভেল চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন প্রমুখ।