Logo

দেশে ১০ লাখ টিকা আসবে সন্ধ্যায়

অনিন্দ্য বাংলা
শনিবার, অক্টোবর ৯, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: ভারতের সেরাম ইনস্টিটিউটের ১০ লাখ কোভিশিল্ড টিকা ঢাকায় আসছে শনিবার (৯ অক্টোবর)।

এদিন ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্রে জানা যায়, বেক্সিমকোর মাধ্যমে কেনা ১০ লাখ টিকা আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় পৌঁছাবে। ভারত থেকে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার মোট টিকা এসেছে ১ কোটি ৩ লাখ। এর মধ্যে ভারতের উপহারের টিকা ছিল ৩৩ লাখ। আর ভারত থেকে কেনা টিকা এসেছে ৭০ লাখ। চলতি বছর ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা ৫০ লাখ টিকার প্রথম চালান আসে। আর ২৩ ফেব্রুয়ারি ভারত থেকে কেনা টিকার দ্বিতীয় চালান আসে। মোট ৭০ লাখ কেনা টিকার চালান এসেছে ভারত থেকে। এরপর ভারত থেকে কেনা টিকার চালান আর আসেনি।

এদিকে বাংলাদেশকে তিনবারের মতো ৩৩ লাখ টিকা উপহার দিয়েছে ভারত। চলতি বছর ২১ জানুয়ারি প্রথমবার বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা উপহার দেয় দেশটি। পরে ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে ১২ লাখ টিকা উপহার দেন। আর ভারতের সেনা বাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ৮ এপ্রিল ঢাকায় এসেছিলেন, তখন এক লাখ টিকা উপহার দিয়েছিলেন তিনি।