Logo

দ্রব্যমুল্যের দাম কমানোর দাবীতে দুর্গাপুরে মানববন্ধন

অনিন্দ্য বাংলা
মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২
  • শেয়ার করুন

দুর্গাপুর (নেত্রকোনানা) প্রতিনিধি : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে দূর্নীতি, লুটপাট বন্ধ, স্বাস্থসেবা নিশ্চিত করণসহ ৫দফা দাবী আদায়ের লক্ষ্যে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় প্রেসক্লাব মোড়ে সর্বস্তরের অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘‘কাজ, মজুরী ও জমি অধিকারে ইনসাফ চাই’’ এই প্রতিপাদ্যে আয়োজিত মানববন্ধনে উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুপন কুমার সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সিপিবি সভাপতি কমরেড আলকাছ উদ্দীন মীর, ক্ষেতমজুর সমিতির আহবায়ক কমরেড রহম আলী, যুগ্ন আহবায়ক কমরেড আজিমউদ্দিন, কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড মোর্শেদ আলম, সিপিবি নেতা কমরেড শামছুল আলম খান, যুব ইউনিয়ন সভাপতি কমরেড নজরুল ইসলাম, যুব ইউনিয়ন নেতা আল্ আমীন প্রমুখ।

বক্তারা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম কমানো, বিনামূল্যে গ্রামে গ্রামে রেশনিং চালু, কর্মহীন ক্ষেতমজুরসহ গরিব-দু:খিদের কর্মসংস্থান, খাদ্য সহায়তা ও কাজের ন্যায্য মজুরী পরিশোধের জন্য সরকারের নিকট দাবী জানান। এ সময় পথচারীদেরকে ৫দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ করেন।