Logo

নকশা বহির্ভূত ভবন নির্মাণের কাজ স্থগিতের নির্দেশ দিয়েছে মসিক

অনিন্দ্য বাংলা
শুক্রবার, জানুয়ারি ১৫, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক)  মুসলিম স্কুল রোড এলাকায়  নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে নির্মাণাধীন ১০ তলা ভবনের নির্মাণ কাজ স্থগিতের নির্দেশ প্রদান করে সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনা বিভাগ। নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সার্ভেয়ার সুরুজ্জামান, সুজন তরফদার, মোবাশ্বের হোসেন ঘটনাস্থলে উপস্থিত থেকে এ নির্দেশ প্রদান করেন।
গত বুধবার রাস্তায় নির্মাণসামগ্রী রাখার দায়ে ভবনের এ ভবনমালিককে একটি মামলায় ১৫০০০ টাকা জরিমানা করে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজীব উল আহসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, সম্প্রতি নগরীর জেলা স্কুল রোড এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় গত  ১০ জানুয়ারি একটি ১৪ তলা ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এছাড়াও বেশকিছু অবৈধ স্থাপনাও ভেঙে দেয়।
 
অবৈধ এবং নকশা বহির্ভূত ভবন নির্মণের বিরূদ্ধে সিটি কর্পোরেশনের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন মসিক কতৃপক্ষ।