Logo

নিলুফার ইয়াসমিন লিলির কবিতা

অনিন্দ্য বাংলা
শুক্রবার, মে ১২, ২০২৩
  • শেয়ার করুন

১. মধ্যে দুপুরের মতো তুমি
তুমি কিন্তু থেকে যেতে পারতে
আগলে রাখা কোনো ভোরের কাছে!!!
চাইলে তুমি থেকে যেতে পারতে
কড়কড়ে দুপুরের মৌনতায়!!!
কিংবা থেকে যেতে না হয়
বিকেল, সন্ধ্যা, গোধূলির মায়ায়
কিংবা একটু খানি থেকে যেতে পারতে
রাত্রির অন্ধকারে
অথচ তুমি তোমার তোমাতেই
থেকে গেলে!!!
রহস্যময় দিনের মতো
নিবিড় রাত্রির মতো
ঠিক এই মধ্যে দুপুরের মতো
তুমি…
২. অনুভূতির রঙ
এই পৃথিবীতে স্মৃতিশক্তি
প্রতারিত হলে
অতোটা কষ্ট পায় না
মানুষ!!!
আবেগ প্রতারিত হলে
যতটা ‌কষ্ট পায়!!!
খুঁটি হীন অনুভূতি জুড়ে
দৃষ্টি প্রসারিত করে
দেখি অবাক পৃথিবী!!!
দৃষ্টির বাইরে গিয়ে দেখি
দৃষ্টিভঙ্গির ভিন্নতা!!!
লেখা ও ছবি:
নিলুফার ইয়াসমিন লিলি
লোকেশন: পূর্বধলা স্টেশন নেত্রকোনা।

৩.

রাস্তা
কতোটা পথ ফেলে এসেছি
এই টুকু পথ শেষ হবে বলে—-!!!
সীমার বাইরে অসীম তুমি
তাই তোমাতেই এসে থামি!!!
সারাদিন শেষে…

৪.

মাটির সোঁদা গন্ধ ভরা দিনে
প্রায় বিশ মিনিট ধরে
ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, শহরে!!!
স্কুল থেকে ফেরার পথে পরিচিত কেউ
সাথেও নেই আজকে ।
বৃষ্টির ফোঁটা গুলো মাটিতে পরে কি সুন্দর একটা
ঘ্রাণ নাকে এসে লাগল হঠাৎ!
কারো বিশ্বাস হবে কিনা জানি না—!!!
আমি অটোরিক্সার ভাড়া পরিশোধ করে
অর্ধেক রাস্তায় নেমে গেলাম!!!
জাস্ট মাটির এই ঘ্রাণ টুকু পাবার জন্য—–!!!
বার বার ঘ্রাণ নাকে নিচ্ছি, আহ্ কি শান্তি!!!
একদম ছোট বেলায় এমনটা করতাম—
বৃষ্টির ফোঁটা গুলো মাটিতে পরে সাথে সাথে বালির
মাঝে মিশে যাচ্ছে ,এর ফলে অদ্ভুত সুন্দর মাটির ঘ্রাণ
বের হয়ে চারদিকে কেমন ঠান্ডা অনুভূত হচ্ছে।এই সুন্দর
টুকু হারাতে ইচ্ছে করলো না!
ঝিরি ঝিরি বৃষ্টিতে তেমন লোকজন ও নেই,
টাউন হলের রাস্তা ধরে, ব্যাগ থেকে মুঠোফোন
বের করে একেরপর এক ক্লিক করে যাচ্ছি
ফুল পাতার ছবি!!!
আমি মাঝে মধ্যে এমন করি! চলাচলের পথে
সবুজ রঙের প্রকৃতি দেখি,একটু শুঁকে নেই প্রকৃতির
সবুজ ঘ্রাণ!!!
কে জানে!কার মনে কি ভাবনা আসে , আমার প্রকৃতি
নিয়ে বেঁচে থাকার আনন্দ টুকু দেখলে!!!
আমি যা!
আমি তাই!
ভীষণ ভালো লাগে এমন কিছুতেই আমি থামি
যা নয়কো কারো কাছে দামী!!!
কুরিয়ে নেওয়ার যে আনন্দ আমি পাই
তাতে কারো নজর না লাগুক!!!
আর নিন্দুক দের কথা আমার ভালোলাগা কে
যেনো স্পর্শ না করে!!!
এটাই চাই—-
কেউ কি আছেন এমন—?
মাটির সোঁদা গন্ধে ,মন ভরে নিঃশ্বাস নিতে নিতে
ছোট্ট বেলায় ফিরে যেতে চান!!!
কেউ কি আছেন এমন—?
পথে যেতে যেতে জীবনের মর্মস্পর্শী রূপ
দেখতে পারেন!!!
কিংবা পথে হাঁটতে হাঁটতে জীবন বদলে নেবার
অনুপ্রেরণা টুকু পথেই কুরিয়ে পান!!!
আমার তো বারে বারে এমন মনে হয়—-
পথের যাত্রায় সঙ্গী ছিলে
পথের যাত্রায় শেষ
হঠাৎ দেখার মায়া টুকু থাকুক
থাকুক তার রেশ—!!!