Logo

নেত্রকোনার মদন উচিতপুর হাওরে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু

অনিন্দ্য বাংলা
বুধবার, আগস্ট ৫, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : নেত্রকোনার মদন উপজেলার উচিতপুরের হরাজালিকান্দা হাওরে আজ বুধবার দুপুরে ট্রলার ডুবে অন্তত ১৭ যাত্রী মারা গেছেন। নিখোঁজ আছেন আরও দুজন এদের মধ্যে দুটি কন্যাশিশু ও বাকিরা পুরুষ।। কন্যাশিশু দুটির পরিচয় পাওয়া গেছে। তারা হলো লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭)। আটপাড়া তেলিগাতী ও চর সিরতা প্রায় ৪৮ জন ছিল । যাদের লাশ উদ্ধার করা হয়েছে তাঁরা ময়মনসিংহ সদর উপজেলার চর সিরতা ইউনিয়নের একটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বলে জানা গেছে। তাঁরা হাওরে বেড়াতে গিয়েছিলেন। এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে গেছে, মাদ্রাসার শিক্ষক–শিক্ষার্থীরা আজ দুপুর একটার দিকে মদনের উচিতপুর এলাকায় হাওর ভ্রমণে যান। তাঁরা একটি ট্রলারে করে উচিতপুর থেকে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিল। এ সময় রাজালিকান্দা এলাকায় প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন।