Logo

নেত্রকোনায় জেলহত্যা দিবস পালিত

অনিন্দ্য বাংলা
মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২০
  • শেয়ার করুন

নেত্রকোনা প্রতিনিধি :  নেত্রকোনা জেলা সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে জাতীয় চার নেতার প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন আর নানা কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার নেত্রকোনায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে ছিল, সকাল ৯টায় তেরী বাজারে জেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা
সভা।

সকাল সাড়ে ৯টায় জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুজ্জোহার সভাপতিত্বে
আলোচনা সভায় জেল হত্যা দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য, বীর মুক্তিযোদ্ধা লেখক সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ খায়রুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খায়রুল ইসলাম বাবুল, সম্পাদক গাজী মোর্তুজা হোসেন কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর জেল খানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধী পাকিস্তানী দালালরা দেশে তাদের ক্ষমতা পাকাপোক্ত করেছিল। এখনও ওদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এদেরকে রুখতে হলে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।