Logo

পার্কে গার্ডেন বাতি স্থাপন উদ্বোধন করলেন মেয়র ইকরামুল হক টিটু 

অনিন্দ্য বাংলা
সোমবার, জানুয়ারি ১১, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক :   ময়মনসিংহ জয়নুল আবেদীন পার্কের সৌন্দর্য বাড়াতে  গার্ডেন বাতি স্থাপনের উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কতৃপক্ষ। ১১ জানুয়ারী সোমবার সকাল ১১টায় পার্কের হিমু আড্ডা থেকে জয়নুল আবেদীন সংগ্রহশালা পর্যন্ত বাতি স্থাপনের কাজের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
উদ্বোধনকালে মেয়র বলেন, জয়নুল আবেদীন পার্কে সৌন্দর্যবর্ধনের সাথে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এখন আলোজসজ্জার কাজ হাতে নিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আলোকসজ্জার কাজ শেষ হবে।
মেয়র আরো বলেন, রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যস্থাপনার পাশাপাশি নগরীকে আলোকিত করার প্রকল্পের কাজ চলমান রয়েছে।
এ পর্যায়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বিভিন্ন সড়কে সড়ক বাতি স্থাপন প্রকল্পের আওতায় হিমু আড্ডা থেকে জয়নুল আবেদীন সংগ্রহশালা পর্যন্ত ২৭০ টি দৃষ্টিনন্দন গার্ডেন লাইট স্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী আজাহারুল হক (সিভিল), সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন (সিভিল),  প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল) এর এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর ফারুক আহমেদ খান, চিফ অপারেটিং অফিসার এ এস এম জুলফিকার হায়দার সহ  রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গগণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।