Logo

প্রধানমন্ত্রীর উপহার ২৫০০ টাকা পেতে যা করণীয়

অনিন্দ্য বাংলা
সোমবার, মে ১৮, ২০২০
  • শেয়ার করুন

এই ঈদে ৫০ লাখ দরিদ্র পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনর উপহার।
নগদ একাউন্টের মাধ্যমে ২৫০০ করে টাকা।

এই টাকা নিয়ে চলছে নানান আলোচনা।

এই ডিজিটাল কর্মসূচিতে একজনের নামে বা একজনের মোবাইল নম্বর ব্যবহার করে অন্য কারো অর্থ নেয়ার কোনো সুযোগ নেই!

কেউ যদি বলে থাকে যে, কারো কারো মোবাইল ফোন নেই, তাই অন্য কারো মোবাইল নম্বর দেয়া হচ্ছে, আমাদের সিস্টেমে এটি গ্রহণ করার কোনো সুযোগ নেইl

সিস্টেম এটি গ্রহণ করবে নাl শুধু মোবাইল নম্বর থাকলেই হবে না, তার সাথে ভোটার আইডি কার্ড নাম্বারও থাকতে হবেl

প্রতিটি ব্যক্তির মোবাইল ফোন নম্বর আর ভোটার আইডি নাম্বার ভেরিফাই করে টাকা ছাড় করানো হবেl তাছাড়া, যে ব্যক্তিকে টাকাটা পাঠানো হবে, সরকারের নীতিমালা অনুযায়ী তিনি এটি প্রাপ্য কিনা সেটিও সিস্টেম দেখবেl মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে দুর্নীতি করার কোনো সুযোগ নেইl
যারাই দুর্নীতি করার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবেl

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নগদ সহায়তার তালিকায় একই নাম্বার একাধিকবার ব্যবহার ও দুর্নীতির আশংকা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।