Logo

প্রবাসী কল্যাণে বাজেট চেয়েছেন নতুনধারার মেহেদী

অনিন্দ্য বাংলা
বুধবার, জুন ৯, ২০২১
  • শেয়ার করুন

ঢাকা প্রতিনিধি : ব্যবসাবান্ধব নয়; শিক্ষা-শ্রমিক-কৃষক-নারীদের পাশাপাশি প্রবাসী কল্যাণে বাজেট চেয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।  তিনি তোপখানা রোডে ৫ জুন বিকেল ৪ টায় ‘বাজেট কেন ঋণনির্ভর হবে?’ শীর্ষক এক প্রতিবাদ সমাবেশে উপরোক্ত দাবি জানান।

প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে এতে প্রেসিডিয়াম মেম্বার রবিউল আহসান খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নাহিদ হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সকাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনীতির নামে অনেক প্রতারকদেরকে কেবল দেখেছে, দেখেছে অনেক প্রতারণার রাজনীতি। এই পরিস্থিতির উত্তরণে তারা রাজনীতিকদেরকে সৎ-আদর্শবান-নীতিবান দেখতে চায়। আর তাই তাদের দাবি পরিবারতন্ত্র-দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য নাগরিকদের ঐক্যবদ্ধতা।

মোমিন মেহেদী আরো বলেন, রেমিটেন্সযোদ্ধাদেরকে বাদ দিয়ে এমন বাজেট পাশ হলে তা জনগন প্রত্যাখান করবে।