Logo

বাউলসাধক আব্দুল মজিদের জন্মবার্ষিকীতে আলোচনা ও লোকসঙ্গীত

অনিন্দ্য বাংলা
বুধবার, জানুয়ারি ৬, ২০২১
  • শেয়ার করুন

নেত্রকোনা প্রতিনিধি : প্রখ্যাত বাউলসাধক আব্দুল মজিদ তালুকদারের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে জেলা শহরের অজহর রোডে উদীচী জেলা সংসদ কার্যালয়ে আলোচনা সভা ও লোকসঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। আব্দুল মজিদ তালুকদার শিল্পীগোষ্ঠী এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় বাউল আব্দুল মজিদ তালুকদারের জীবন ও কর্মের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন- আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ও আব্দুল মজিদ তালুকদারের ছেলে বাউল আবুল বাশার তালুকদার।
উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে এবং সাংবাদিক ও লোকগবেষক সঞ্জয় সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- লেখক অধ্যাপক ননী গোপাল সরকার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক অসিত ঘোষ, নাট্যকার রাখাল বিশ্বাস, অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন সংস্থার (অমাস) নির্বাহী পরিচালক ইকবাল হাসান তপু, কবি তানভীর জাহান চৌধুরী প্রমুখ।

আলোচনা শেষে বাউল আব্দুল মজিদ তালুকদারের গান পরিবেশন করেন বাউল নূর মিয়া, আবুল কালাম তালুকদার, আবুল বাশার তালুকদার, সবুজ সরকার, আইনুল হক, নূপুর সরকার ও শরীফ সরকার প্রমুখ।