Logo

বৈশ্বিক দুর্যোগে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে আসুন সকলের পাশে দাঁড়াইঃ সাজ্জাদুল হাসান

অনিন্দ্য বাংলা
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক ।। বৈশ্বিক এই দুর্যোগে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন সাজ্জাদুল হাসান,
চেয়ারম্যান পরিচালনা পর্ষদ বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সাবেক সিনিয়র সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়।

গতকাল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, সেখানে তিনি বলেন, করোনা সংকটের এই দুর্যোগের সময়ে ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে সকলের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কথায় আছে মানুষ অনুগ্রহের দাস। বিভিন্ন দূর্যোগ ও দূঃসময়ে মানুষ যার নিকট থেকে সঙ্গ ও সহায়তা লাভ করে এবং বিপদে যাকে পাশে পায়, আজীবন তাকে স্মরণ রাখার চেষ্টা করে। ধীরে ধীরে বিপদে পাশে পাওয়া ব্যক্তিটির চিন্তা ও চেতনা এবং আর্দশ ও সংস্কৃতি সেও তার মননে লালন করতে শুরু করে। এটাই মানুষের চিরাচরিত স্বভাব।

আসুন আগামীর সুস্থ বাংলাদেশ ফিরে পাওয়ার প্রত্যয়ে অতীতের সকল ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব ভুলে বাংলাদেশকে নতুন রূপে সাজাবো। মানুষ হিসাবে একে অন্যের ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে এগিয়ে নিয়ে যাবো আগামীর বাংলাদেশটাকে।

এখন রাজনীতি করার সময় নয়। বন্ধুরা সবার কাছে আহ্বান, সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানবিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। এটাই হোক আমাদের সবার কামনা। আসুন, করোনা সংকট থেকে সবাইকে মুক্ত করে একটি সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তুলি…