Logo

ভয়েস আয়োজিত ডিজিটাল সিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা

অনিন্দ্য বাংলা
শনিবার, অক্টোবর ৩০, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : ভয়েসের আয়োজনে ময়মনসিংহে ডিজিটাল সিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রশিকা মিলনায়তনে ৩০ অক্টোবর শনিবার এই ব্যতিক্রমী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই প্রশিক্ষণে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, মানবাধিকারকর্মী, এনজিও প্রতিনিধি, কলেজ- বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীসহ প্রায় পঞ্চাশজন প্রশিক্ষণার্থী অংশ নেন।

ডিজিটাল সিকিউরিটি বিশেষজ্ঞ তানভীর জহির ও শেখ অনিন্দ্যমিন্টু প্রশিক্ষণ পরিচালনা করেন।

প্রশিক্ষণে ডিজিটাল ডিভাইস ব্যবহারে সতর্কতা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সংরক্ষণ বিষয়ে বিভিন্ন সেশান নেয়া হয়।

প্রশিক্ষণে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কবি অনিকেত শামীম, কবি ও সংগীত শিল্পী হাসান মাহমুদ, কবি আরেফিন ফয়সাল ও কবি রানা নাগ ।

প্রশিক্ষণের সাবির্ক তত্বাবধানে ছিলেন ভয়েসের কর্মকর্তা আফতাব খান শাওন  ও ম্যানেজার শান্তিপদ সাহা।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ ডিজিটাল নিরাপত্তা ও তথ্য সুরক্ষা বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান।