Logo

মসিকের এলইডি বাতিতে আলোকিত আরো নতুন এলাকা

অনিন্দ্য বাংলা
বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা : মসিকের এলইডি বাতিতে আলোকিত আরো নতুন নতুন এলাকা। সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায়   বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এবং বাঘমারা মোড় থেকে কেওয়াটখালী রেলক্রসিং সড়কে পোলসহ আধুনিক এলইডিবাতি উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
গতকাল ১২ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ ভাস্কর্য সংলগ্ন এলাকায় এবং বাঘমারা মোড় এলাকায় সুইচ চালু করে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় ৪৯ কোটি টাকা ব্যায়ে ১৮২ কিলোমিটার সড়কে বসানো হচ্ছে এলইডি বাতি। এই প্রকল্পে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ৬৬৭৩টি বাতিসহ ৩০ ‍ফুট উঁচু জিআই পোল, ৩৬৬টি সোলার সড়ক লাইট স্থাপন কাজ প্রায় শেষ পর্যায়ে। । ইতোমধ্য প্রকল্পের প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে মসিকের প্রকৌশল বিভাগ।

প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় নগরীতে আলো স্বল্পতাসহ অপরাধ প্রবণতা কিছুটা কমেছে। প্রকল্পটির প্রকল্প পরিচালক সিটি করপোরেশন নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জিল্লুর রহমান জানান, কাজ শেষ পর্যায়ে। আগামী ডিসেম্বরে কাজের সমাপ্তি ঘোষণা হবে।