Logo

ময়মনসিংহে অতিরিক্ত বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিচালকসহ করোনায় আরো ৭ জনের মৃত্যু

অনিন্দ্য বাংলা
বুধবার, জুলাই ৭, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যুবরণ করেছে। এদের মধ্যে তিনজন করোনায় এবং চারজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার (০৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

ডাঃ মুন বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত মমেক হাসপাতালে করোনায় মারা গেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় অফিসের অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমান (৫০)। রাতেই তার নামাজে জানাজা শেষে স্বজনরা নিজ এলাকা নিলফামারী জেলার আদিতমারি উপজেলায় লাশ নিয়ে যায়। তার মৃত্যুতে ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এছাড়াও মারা গেছেন নগরীর কেওয়াটখালীর মোহাফজ্জল হোসেন (৬২) ময়মনসিংহ সদরের আব্দুল কাদের (৬০)। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আবুল কাশেম (৭৫), নেত্রকোনা সদরের হেনা পাল (৫৭), গাজীপুরের শ্রীপুর উপজেলার লিয়াকত আলী (৩০) ও টাঙ্গাইলের কালিহাতীর আনোয়ারা বেগম (৭৫)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, করোনা ইউনিটে বুধবার সকাল ১০টা পর্যন্ত ভর্তি আছেন ৩৪১ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৫১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন।

ডাঃ মোঃ মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘন্টায় ৩১ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন। ২৫ জন কোভিড পজিটিভ রোগী চিকিৎসা নিয়েছেন। ৫ জন টিকা বিষয়ক পরামর্শ নিয়েছেন। ১ জন কোভিড টেস্ট বিষয়ক পরামর্শ নিয়েছেন । ওয়ান স্টপ ফ্লু কর্ণারে মোট ২৭৩ জন রোগী র মাঝে পজিটিভ কোভিড রোগী ১৭। ৪ জনকে কোভিড ইউনিট এ ভর্তি দেয়া হয়েছে, বাকি ১৩ জনকে হোম কেয়ার চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সাস্পেক্টেড ৪৭ কোভিড রোগীর মধ্যে কোভিড ইউনিটে ভর্তি দেয়া হয়েছে ১৫ জনকে। বাকি ৩২ জনকে হোম কেয়ার চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭২১ জনের নমুনা পরীক্ষা করে ১৯৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭.৩২ শতাংশ। ৬ জুলাই শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৪৯ শতাংশ।