Logo

ময়মনসিংহে আকুয়ায় র‌্যাবের অভিযানে টিসিবির সয়াবিন তেল উদ্ধার : আটক

অনিন্দ্য বাংলা
বুধবার, এপ্রিল ২২, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক   : র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণ এবং কালোবাজারিসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মোঃ হাফিজুল ইসলাম বাবু এবং এএসপি সমীর সরকার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া ভাঙ্গাপুল এলাকায় মেসার্স রহমত এন্টারপ্রাইজ ও ভাই ভাই রেশন স্টোরে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত টিসিবির ৪২ লিটার সয়াবিন তেল ও ৬৭ টি খালি তেলের বোতলসহ অবৈধ মজুদদার মৃত ইউনুছ আলীর পুত্র মোঃ ফজলুল হক (৪৯), এবং মৃত আঃ ছালামের পুত্র মোঃ হেলাল উদ্দিন (৪২) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা টিসিবির পণ্য বেশী মুনাফা লাভের প্রত্যাশায় তাদের দোকানে খুচরা বিক্রয় করে থাকেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) মামলা রুজু করা হয়েছে ।