Logo

ময়মনসিংহে ডিবি’র অভিযানে ৬ নারী ছিনতাইকারীসহ গ্রেফতার ৭

অনিন্দ্য বাংলা
সোমবার, মার্চ ১, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : ময়মনসিংহ শহরে অভিনব কায়দায় দীর্ঘদিন যাবত ছিনতাই করে আসা এক নারী ছিনতাইকারী চক্রকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ  । আজ সোমবার সকালে (১ মার্চ) জেলা গোয়েন্দা পৃুলিশের এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী থানার রঘুরামপুর এলাকা হতে  এই ছিনতাইকারী দলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরের দরমন্ডল কার্পনহাটি  গ্রামের ঝিলু মিয়ার স্ত্রী নিহারা বেগম (২৫), কাউসার মিয়ার স্ত্রী মোছাঃ শিল্পী বেগম (২৭), দরমন্ডল ফুকগাঁওয়ের সাহেব আলীর স্ত্রী  মোছাঃ মনোরা বেগম (৪৫), দরমন্ডল পশ্চিমপাড়ার তাইজউদ্দিন ওরফে তাজউদ্দিনের স্ত্রী মোছাঃ সুরাইয়া বেগম (৪০),  দরমন্ডল উত্তরগাঁওয়ের জুলফু মিয়ার ছেলে রাশেদ মিয়া (২৫), মোঃ মানিক মিয়ার স্ত্রী মোছাঃ পাপিয়া আক্তার (২৭) ও মনসিংহের নান্দাইলের  চরশ্রীরামপুর মাইঝহাটি গ্রামের মৃত শফিক উদ্দিনের স্ত্রী মোছাঃ শিল্পী আক্তার (৩০)।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, নারী সদস্যের এই ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন থেকে শহরের বিভিন্ন জনবহুল এলাকায়  কৃত্রিম ভিড় তৈরী করে যাত্রী ও পথচারীদের গলায় থাকা স্বর্ণের চেইন বিশেষ পদ্ধতিতে কেটে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।  তাদের হেফাজত কাছ থেকে  ১০ টি স্বর্ণের চেইন এবং ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি কাটার উদ্ধার করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।