Logo

ময়মনসিংহ ডিবি’র অভিযানে বিকাশ প্রতারক চক্রের ১ জন সদস্য গ্রেফতার

অনিন্দ্য বাংলা
বুধবার, মে ৫, ২০২১
  • শেয়ার করুন

গত ০৬/০৪/২০২১ খ্রিঃ তারিখ একটি বিকাশ প্রতারক চক্র অভিনব কায়দায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বাসিন্দা মোছাঃ ফারজানা মোস্তারী-কে ফোন করে বিকাশে ১,৩৮,০০০/-(এক লক্ষ আটত্রিশ হাজার) টাকা হাতিয়ে নেয়।  উক্ত ঘটনায় মোঃ মঞ্জুর আহমদ ওরফে মিলন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করলে, কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৪ রুজু হয়। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মামলাটি ডিবিতে হস্তান্তর হয়।

পুলিশ সুপারের দিকনির্দেশনায় ওসি, ডিবি‍‍‍র তত্বাবধানে মামলাটি তদন্তকালে এসআই(নিঃ) শামীম আল মামুন তথ্য প্রযুক্তির সহায়তায় গত ০৪/০৫/২০২১ খ্রিঃ তারিখ মাগুরা জেলার শ্রীপুর থানার চর মহেষপুর মধ্যপাড়া আসামীর নিজ বাড়ী হইতে গ্রেফতার করতঃ আসামীর হেফাজত হইতে বিকাশ প্রতারনার ১,৩৮,০০০/-(এক লক্ষ আটত্রিশ হাজার) টাকা উদ্ধার করেন। আসামীকে ইং ০৫/০৫/২০২১ তারিখ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব এ,কে,এম রওশন জাহান ০৩ নং আমলী বিচারীক আদালতে সোর্পদ করা হলে, উক্ত আসামী বিকাশ প্রতারনার বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।  

 

গ্রেফতারকৃত আসামীর নাম-

১। মোঃ মাসুদ মোল্লা (৩৬), 

পিতা-মৃত আমির মোল্লা, 

মাতা-জরিনা বেগম, 

সাং-চর মহেষপুর মধ্যপাড়া, 

থানা-শ্রীপুর, জেলা-মাগুরা।