Logo

ময়মনসিংহ বিভাগীয় কর্মশালায় অংশীজনের পরামর্শ

অনিন্দ্য বাংলা
রবিবার, জুন ৬, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আধুনিক ও যুগোপযোগী জাতীয় শিল্পনীতি-২০২১ প্রণয়নে পরিপূর্ণ উদ্যোক্তা তৈরির নীতি, উদ্যোক্তা উন্নয়ন ও সহজশর্তে ঋণ প্রদান, বিষয়ভিত্তিক সুনির্দিষ্ট হ্যান্ডবুক, ওয়ানস্টপ সার্ভিস, কৃষি ভিত্তিক শিল্প বহুমুখীকরণ, উন্নত কৃষি যান্ত্রিকীকরণ, পর্যটন শিল্প বিকাশে সহায়তা, ব্যাংক ঋণ সহজীকরণ, বিসিক-এ প্রণোদনা বৃদ্ধি, শিল্পপ্লটে উর্ধ্বমূখী ভবন নির্মাণসহ বিভিন্ন বিষয় অন্তর্ভূক্ত করার জন্য বিভিন্ন অংশীজন মতামত দিয়েছেন। এসব মতামত নতুন শিল্পনীতিতে অন্তর্ভূক্তের ব্যাপারে উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত (নীতি, আইন) সচিব মোঃ সেলিম উদ্দিন। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আধুনিক ও যুগোপযোগী জাতীয় শিল্পনীতি-২০২১ প্রণয়নের নির্দেশ দিয়েছেন। সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে শিল্প মন্ত্রণালয়।

জাতীয় শিল্পনীতি-২০২১ প্রণয়নের লক্ষ্যে অংশীজনদের পরামর্শক শীর্ষক ময়মনসিংহ বিভাগীয় কর্মশালা ৫ জুন সকালে জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) এস.এ. এম রফিকুন্নবী। বক্তব্য রাখেন সিনিয়র সহকারি সচিব (নীতি) মোঃ সলিম উল্লাহ, বিসিকের মহাব্যবস্থাপক ও প্রিজম প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল আলম, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডিাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি সুমনা সাহা, ময়মনসসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক নিয়ামুল কবির সজল, সাংবাদিক ইব্রাহিম মুকুট, সৈয়দা সেলিমা আজাদ প্রমূখ।