Logo

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা বিষয়ক জরুরি তথ্য

অনিন্দ্যবাংলা
শুক্রবার, এপ্রিল ৩, ২০২০
  • শেয়ার করুন

লক্ষ্য করুন ঃঃ-
#আউটডোর সরকারি আদেশ অনুযায়ী প্রতিদিন খোলা আছে। তবে খুব সাধারণ অসুস্থতা যেমন গায়ে ব্যাথা, পায়ে ব্যাথা, সাধারণ কোমর ব্যাথা,গ্যাস্ট্রিক এর সাধারণ সমস্যা, চুলকানি,হাত পা জ্বালাপোড়া, এবং শুধুমাত্র অসুধের জন্য হাসপাতালে ভীড় করতে নিরুৎসাহিত করছি।হাসপাতালে কে করোনা ভাইরাস ছড়াচ্ছে আমরা কেউ জানি না। এই সকল অসুখে সাধারণ চিকিৎসা যেমন শুধু প্যারাসিটামল, অথবা ওমিপ্রাজল, অথবা এন্টাসিড সিরাপ আপনাকে এই ক’টাদিন পার করতে সাহায্য করবে।কিছু ক্ষেত্রে গরম ছ্যাক নিয়েও ব্যাথা কমে।
#সকল বিভাগের ইমার্জেন্সী ২৪ ঘন্টা খোলা আছে, সাধারণ দিনের মতই।
ইমার্জেন্সী কোন রোগী ভর্তি কখনো বন্ধ ছিলো না, থাকবেও না।

#ওয়ান স্টপ সার্ভিস যথা নিয়মেই ২৪ ঘন্টা খোলা রয়েছে। জরুরী সেবার জন্য শুধুমাত্র হাসপাতালে আসুন। যত সম্ভব হাসপাতালে না আসার জন্য নিরুৎসাহিত করছি।

#জ্বর ঠান্ডা কাশি, শ্বাসকষ্ট রোগীর জন্য SK Hospital আউটডোর সরকারি আদেশ অনুযায়ী প্রতিদিন খোলা রয়েছে।

#কভিড_১৯ সাস্পেক্টেড রোগীর জন্য ২৪ ঘন্টা আইসোলেশন ওয়ার্ড SK Hospital এ রয়েছে। এখানে #আই_সি_ইউ সুবিধা সহ চিকিৎসার জন্য চিকিৎসকগণ প্রস্তুত রয়েছেন।

#কার্ডিওলজি বিভাগ সহ সকল ইমার্জেন্সী ওয়ার্ড,,যেমন গাইনী, শিশু বিভাগ, NICU সহ সকল বিভাগ বরাবরের মতই চিকিৎসা দিয়ে চলেছে সারাক্ষণ।

#দুর্ঘটনার রোগীদের জন্য ক্যাজুয়াল্টি বিভাগ ২৪ ঘন্টা বরাবরের মতোই চিকিৎসা দিয়ে যাচ্ছে।

#ডায়রিয়া,কলেরা ইত্যাদি সংক্রমণ রোগের জন্য SK Hospital এ সাধারণ সময়ের মতই চিকিৎসা সেবা চলমান। সকল ক্ষেত্রেই শুধু #জরুরী চিকিৎসা সেবা হচ্ছে,
#রুটিন চিকিৎসা যেমন সাধারণ টিউমার অপারেশন, সাধারণ টনসিলের অপারেশন, সাধারন পিত্তথলীর পাথর, সাধারণ অর্থপেডিক অপারেশন, মেডিসিনের যেসকল চিকিৎসা বাসায় সম্ভব সেগুলো পরামর্শ দিয়ে বাসায় অবস্থান করার অনুরোধ করা হয়েছে।

#হাসপাতাল কর্তৃপক্ষ সকল চিকিৎসক এর জন্য পিপিই নিশ্চিত করেছেন, সকল নার্সদের পিপিই নিশ্চিত করেছেন,
অন্যান্য কর্মচারী ও কর্মকর্তাদের কাজের ধরন অনুযায়ী পিপিই সরবরাহ করেছেন। যথেষ্ট #হ্যান্ডরাব, #স্যানিটাইজার সাপ্লাই দিয়েছেন।

#অপেক্ষা কৃত কম আয়ের কর্মচারীদের বিশেষ পুস্টির জন্য ব্যাবস্থা নিয়েছেন।
#স্পেশাল টাস্কফোর্স গঠন করা হয়েছে।(Rapid Response Team)
#টেলিফোনে চিকিৎসা পরামর্শ দেয়া হচ্ছে।
#বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ ক্রমে Covid-19 এর নমুনা পরীক্ষা ময়মনসিংহ মেডিকেল কলেজ এর মাইক্রোবায়োলজি বিভাগে করা হচ্ছে।

#হাসপাতাল চত্বরে জীবানুনাশক কর্মকান্ড চলছে, হাতধোয়ার বেসিন সাবানসহ দেয়া হয়েছে, ব্লিচিং পাউডার ছিটিয়ে চত্বর জীবানু মুক্ত রাখার চেস্টা করা হচ্ছে।

#প্রত্যেক ওয়ার্ডে ডিসইনফেক্টেন্ট ছিটানো হচ্ছে।

#সচেতনতা মুলক মাইকিং চলছে, ব্যানার লাগানো হয়েছে।

#সকলের মাস্ক পরা ও নিরাপদ দুরত্ব বজায় রাখার যথেষ্ট চেস্টা চলছে।

#ডায়াবেটিস ও হরমোন ক্লিনিক বরাবরের মত চলছে।

#মাননীয় পরিচালক মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল Md Nasir Uddin Ahamed স্যার সকল বিষয় সরাসরি দেখছেন।
#এত কিছুর পরো মনে রাখতে হবে হাসপাতাল এড়িয়ে চলাই ভালো।

# কে করোনা_ভাইরাসের_বহনকারী_আমরা_কেউ_সেটা_জানি_না।
#হাসপাতাল এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি পুর্ন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। সকল পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীকে আপনার সাহায্য সহযোগিতা, সহমর্মিতা একান্ত প্রয়োজন। সকল জনবল জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিতআ। আপনারা ঘরে থাকুন, বিশেষ প্রয়োজন ছাড়া হাসপাতালে না আসতে অনুরোধ রইলো।

লেখায় কিছু বাদ পড়তে পারে।স

বার শুভ কামনা করছি। মহান সৃস্টিকর্তা আল্লাহ তা আলা আমাদের উপর রহমত দান করুন।

আমিন।

পরিচালক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল