Logo

রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের দাফন সম্পন্ন

অনিন্দ্য বাংলা
শুক্রবার, ডিসেম্বর ৪, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক. গৌরীপুর উপজেলায় রাস্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত হাবিলদার) আব্দুর রাজ্জাকের দাফন কার্য সম্পন্ন হয়েছে।

তিনি আজ ৪ ডিসেম্বর, শুক্রবার ভোর ৫টায় নিজ বাড়ী কুল্লাতলীতে ইন্তেকাল করেন। (ইন্নলিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।)

মহান মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের মরদেহ কুল্লাতলী ঈদগা মাঠে নিয়ে আসা হলে পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে।

বিকাল ৩টায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় গৌরীপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, পৌরমেয়র মোফাজ্জল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা,স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের অনেক মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত স্মৃতিচারণ বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক আমার বন্ধু ছিলেন, সহযোদ্ধা ছিলেন। আমরা একসাথে বাংগালী জাতি স্বত্তার জন্য, একটি স্বাধীন রাস্ট্রের জন্য, একটি পতাকার জন্য জীবন বাজী রেখে যুদ্ধ করেছি। আজ আমরা আরো একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালাম।

সংক্ষিপ্ত স্মৃতিচারণে গৌরীপুর সদর মুক্তিযোদ্ধা কমান্ডার বলেন, আমরা একসাথে ভারতের তুরায় প্রশিক্ষণ নিয়েছিলাম, একসাথে যুদ্ধ করেছি। আব্দুর রাজ্জাক ছিলেন একজন তরুন ও খুব সাহসী মুক্তিরযোদ্ধা। আমরা তাঁকে শ্রদ্ধা জানাই।

পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য গৌরীপুর কুল্লাতলী গ্রামের করিম শেখের তৃতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন।