Logo

লাদাখ সীমান্ত নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব খারিজ করে দিল চীন

অনিন্দ্য বাংলা
শনিবার, মে ৩০, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্কঃ লাদাখ সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে যে সমস্যাই হোক, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেবে ভারত এবং চীন। এজন্য ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার কোনও দরকার নেই। শুক্রবার ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়ে দিয়ে একথাই বলেছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান।
মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে এই প্রথম প্রতিক্রিয়া দিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিজিয়ান বলেছেন, সামরিক গোলমাল মেটাতে দুই দেশই কোনও তৃতীয় পক্ষের নাক গলানো মেনে নেবে না। ভারত এবং চীনের মধ্যে সীমান্ত সংযোগকারী চ্যানেল আছে। দুদেশই পরামর্শ, আলোচনার মাধ্যমে এই বিষয়গুলি মিটিয়ে নিতে সক্ষম। চীনের বিদেশ মন্ত্রক আরও বলেছে, সীমান্তে ভারতের অংশেই নিজেদের যাবতীয় কাজকর্ম করছে ভারত এবং সীমান্ত মোকাবিলায় বরাবরই দায়িত্বশীল ভারত।
লাদাখ সীমান্তে চলা সাম্প্রতিক ভারত–চীন গোলমাল নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেছিলেন দরকার হলে তিনি দুদেশের মধ্যে মধ্যস্থতা করতে পারেন সমস্যা মেটাতে। শুক্রবার সকালেই ভারতের বিদেশ মন্ত্রকও এব্যাপারে স্পষ্ট করেছিল যে, চীনের সঙ্গে সাম্প্রতিক সমস্যা দুদেশ আলোচনার মাধ্যমেই মেটাবে।