Logo

শেরপুরের ঝিনাইগাতীতে দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 

অনিন্দ্য বাংলা
বুধবার, জুন ৯, ২০২১
  • শেয়ার করুন

শেরপুর প্রতিনিধিঃ  শেরপুরের ঝিনাইগাতীতে ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং বিষয়ক দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 ৮ মে মঙ্গলবার  উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় ৯০ জন বেকার যুবক-যুবতী অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন সিনিয়র সচিব (পিআরএল) এবং এসডিএফ চেয়ারম্যান আব্দুস সামাদ।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায়  এ  সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও রুবেল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, আয়োজক প্রতিষ্ঠানের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম, শেরপুর জেলা সমন্বয়ক শহিদুল ইসলাম রবিন, প্রশিক্ষক আল মামুনুর রশিদ, আদিবাসী নেত্রী রবেতা ম্রং প্রমুখ।
প্রেরক ঃ মোঃমাজহারুল করিম, শেরপুর প্রতিনিধি।