Logo

সমকালীন বাংলাদেশ: 28 March

অনিন্দ্য বাংলা
শনিবার, মার্চ ২৮, ২০২০
  • শেয়ার করুন

সমকালীন বাংলাদেশ:

১. প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় সর্বোচ্চ সতর্কতা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

২. প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে আজ গোটা ভারতজুড়ে গণকার্ফু।

৩. আজ থেকে ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণা।

৪.করোনা আতঙ্কে এবার সকাল-সন্ধ্যা কারফিউ জারি করেছে সৌদি আরব।

৫.মুসলমানদের প্রথম কিবলাহ আল-আকসা মসজিদ সাময়িকভাবে বন্ধ।

৬.বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি।

৭.বাংলাদেশিসহ অন্যান্য দেশের কর্মীদের জন্য ভিসার মেয়াদ বাড়ালো কুয়েত সরকার।

৮.বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতার ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ।

৯.জঙ্গি ভেবে ইরাকি সেনাবাহিনীর গুলিতে বাংলাদেশি নিহত, আটক ৩।

১০.বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৭ এপ্রিল পর্যন্ত বাড়লো।

১১.করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে ৩ লাখ ডলার জরুরি অনুদান এডিবি’র।

১২.শ্রমজীবী, গরীব ও দুঃখী মানুষের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়ান-১৪ দল।

১৩.দেশের সব কারখানা বন্ধের নির্দেশ দিল বিকেএমইএ।

১৪.গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত।

১৫ .জন চিকিৎসক সহ নতুন করে আরও ৪ জন আক্রান্ত,মোট আক্রান্তের সংখ্যা ৪৮।

১৬.যুক্তরাষ্ট্রে ১১ বাংলাদেশির মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ।

১৭.ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭৬, আক্রান্ত ৬০ হাজার।

১৮.ঘর থেকে বের হলেই পড়তে হবে জেরার মুখে।

১৯.ঢাকা থেকে বাড়ি ফিরে গেছেন তাদের প্রত্যেকের হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক।

২০.বুধবার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ফেনীকে লকডাউন।

২১.জনগণ আমলাদের কোনো কাজে যদি মনে কষ্ট পান, তা মেনে নেয়া যায় না-আইন মন্ত্রী।

২২.তেজগাঁও শিল্পাঞ্চলে আকিজ গ্রুপের প্রতিষ্ঠানে উত্তেজিত জনতার বিক্ষোভ ও হামলা।

২৩.পোল্ট্রি-ডিম-দুধ উৎপাদন-সরবরাহ-পরিবহন নিশ্চিতে ডিসিদের নির্দেশনা।

২৪. বাংলাদেশ থেকে নাগরিকদের নিতে উড়োজাহাজ ভাড়া করেছে যুক্তরাষ্ট্র।

২৫. খুলনা ডায়াবেটিক হাসপাতালে হবে করোনা চিকিৎসা।

২৬.করোনা: জিডিপির ১০ শতাংশ বিশেষ তহবিল চায় টিআইবি।

২৭. ভাইরাস শনাক্তকরণ ও টেস্টিং কিট উৎপাদনে ল্যাব বসাবে ঢাবি।

২৮.পঞ্চগড়ে দুই দিনের বেতনের টাকা দিলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

২৯. বিক্ষোভে বন্ধ হল এক সপ্তাহের মধ্যে করোনা হাসপাতাল তৈরির কাজ।

৩০.করোনা মোকাবিলায় ১৫ কোটির পিপিই দেবে বেক্সিমকো।