Logo

সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিচ্ছে

অনিন্দ্য বাংলা
শুক্রবার, জুন ১১, ২০২১
  • শেয়ার করুন

জামালপুর প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এম.পি বলেছেন,বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে সকল গরীব-অসহায় হতদরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছে। যাতে দেশে প্রতিটি মানুষ স্বাবলম্বি হয়ে দেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে।
আজ দুপুরে সরিষাবাড়ি উপজেলা দৌলতপুর এলাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২০/২০২১ এর বাস্তবায়নে গরীব দুস্হ্য-অসহায়দের মাঝে সেলাইমেশিন বিতরণ কালে প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসসব কথা বলেন।এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ সরিষাবাড়ি উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান ,তারাকান্দি ট্রাক ও ট্রাংক মালিক সমিতির সভাপতি মুকুল, জগন্নাথগঞ্জ ঘাট সমিতির সভাপতি আনোয়ার হোসেন রাঙাসহ আরো অনেকে। পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের নির্মাণাধীন রাস্তার কাজের অগ্রগতি পরিদর্শন করেন।