Logo

সারাফ নাওয়ারের কবিতা : অবরুদ্ধকালে

অনিন্দ্য বাংলা
সোমবার, এপ্রিল ২৭, ২০২০
  • শেয়ার করুন

অবরুদ্ধকালে

সারাফ নাওয়ার

তুমি কথা বলো না, কথারা মিথ্যা হয়
চোখ রেখো না চোখে, স্মৃতিও দুঃস্বপ্ন হয়
দুহাতে স্পর্শ এঁকে দাও–
চিবুক ছুঁয়ে কণ্ঠের সবুজ নীল-অঞ্চলে
উপশিরাগুলো ঝড়ের পূর্ব আভাস
তুমি ঝড় ডেকো না।

একটি শতাব্দী দুজন কাটিয়ে দেবো
পূর্বাভাসের উচাটনে
নিরবে কেটে যাবে অবরুদ্ধ সময়।

হাত রাখো হাতে, কাঁধে চিবুক রেখে
ঝড় এখানে অন্যরকম তুমুল
তুমি শব্দ করো না ভুলে

ঝড় জেগে যেতে পারে, এই অবরুদ্ধকালে…