Logo

স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অনিন্দ্য বাংলা
বুধবার, এপ্রিল ৬, ২০২২
  • শেয়ার করুন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় “ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র ২৪/৭ (সার্বক্ষণিক) মায়েদের স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ” বিষয়-অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ সার্ভিসেস ইউনিট এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ ঘন্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌর আরা ঝুমা তালুকদার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর আলম প্রধান, নেত্রকোনা‘র জেলা কর্মকর্তা ডা, আনিছুর রহমান, ডা. ঊাবুল চন্দ্র সরকার, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, ডা. আরিফুর রহমান, ডা. তানজিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী গন সহ স্থানীয় গন্যমান ব্যক্তিগন আলোচনা করেন।

কর্মশালায় মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রতিষ্ঠানিক (হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মশালায় আয়োজনে করা হয়। এতে বাণিজ্যিক হাসপাতালে করা অপ্রয়োনীয় সিজারিয়ান সেকশানের হার কমবে বলে মত দেন আলোচকরা।