Logo

হাসানাত লোকমানের কবিতা

অনিন্দ্য বাংলা
বুধবার, এপ্রিল ১, ২০২০
  • শেয়ার করুন

♦ যদি বেঁচে থাকি ♦

—————– হাসানাত লোকমান

যদি বেঁচে থাকি, দেখা হবে ফের
মুজিবের শ্যামল-সবুজ-সোনার বাংলায়
পৃথিবীর রূপ-রস-গন্ধ অমৃত ধারায়
মিলে মিশে ভাসবো আবার
বটতলা হাঁটতলা, মিলন মেলায়।

চারদিকে মৃত্যুউপত্যকা
করোনা করুণ সময়ে
কালো কালো হাতের ইশারা,
এমন বৈরী কালে যেও না হেথা হোথা
থাকো দুঃসহ দুর্যোগে ঘরের ছায়ায়
থাকো না হয় খাঁচাবন্দী পাখি।

যদি বেঁচে থাকি, দেখা হবে ফের
প্রিয় আঙুল ধরে হাঁটবো
যেখানে সমুদ্র-পাহাড় অপার ঔদার্যে
শেখায় ভালোবাসা, দৃঢ় বন্ধনে মানবিকবোধ।
আমরা হাঁটবো, হেসে উঠবে বিপণী বিতান অচেনা পথ, সরু সরু গলি
কফিহাউজ রঙের বাতি।

যারা ব্রহ্মপুত্র ভালোবাসো এবং জয়নুল চত্বর
যারা জোছনার বনে পাখি হয়ে যাও
যারা ভাসাও তরী হৃদয়ের মিঠে ঢেউ ভেঙে
তারা প্রত্যেকেই পেয়ে যাবে প্রেমের ঘাট
আপাততো থেকো যাও নিমতেতো ছাদের নিচে।

যদি আমাদের উঠোনে উঠোনে ফের সূর্য উঠে
ডালিম পাতার আড়ালে ডাকে ইস্টিকুটুম
যদি দূর থেকে ভেসে আসে মাতানো বাঁশি
আমরা আবার আনন্দ আয়োজনে
বুনে যাবো আগামী উল্লাস দিন।

যদি রেলগাড়ি থেমে যায় মাঝ পথে
অকালে যায় শস্যের খামার বিরান ভূমে
তবে দেখে নিও প্রিয় পারিজাত তোমার চোখে
আমার অদেখা পৃথিবীর পথ, পথের সুন্দর।

যদি বেঁচে থাকি তবে ফের
আমরা মুখোমুখি বসে দেখে নেবো
হৃদয়ে হৃদয়ে আলোক ঝর্ণাধারা
লাল সবুজের বুকে বিজয়ের উজ্জ্বল বসুন্ধরা।