Logo

হাসানাত লোকমানের তিনটি কবিতা

অনিন্দ্য বাংলা
সোমবার, অক্টোবর ১২, ২০২০
  • শেয়ার করুন

১. সময়ের ধূসর নির্জনতায়
ভুলে গেছি ভুলের কলসে রাখা স্বপ্নের জল
আর আফ্রোদিতির বিষমাখা রোদ্দুর
ভুলে গেছি অনেক জলের নূপুরে নাচা পিপাসা দুপুর।
একদিন প্রেমের ঢেউয়ে ভেঙেছিলো নদীর অহম
মাতাল মেঘে, বাতাসের ঝড়ো ঝাপটায়
রাতুল রাতে তোমার চোখ যুবতী শীতে
দিয়েছিলো আমায় আশ্বিনের উষ্ণতা
স্নিগ্ধতার কলতানে, হৃদয়ের গানে গানে
তুমি আমি ছিলাম শস্য-শ্যামল
আজ অনেক অবহেলা অপমানের অরুণিমা
গায়ে মেখে মাটিতে মিশি…
নির্মম নিরবতা উসকে দেয় নেভানো আগুন
পুড়ে পুড়ে ছাই হই হিম আগুনে সময়ের
ধূসর নির্জনতায় !

২. আমায় কেন দুঃখ দিলি 

তুইতো আমার স্বপ্ন ছিলি স্নেহসবুজ
তুইতো ছিলি বর্ষা কদম বৃষ্টি আগুন
আজকে কেন ফুলের আকাশ পুষ্পছাড়া
শূন্য ফাগুন
আমায় কেন দুঃখ দিলি অমন করে কাঁটায় কাঁটায়
পুড়লি কেন স্বপ্নটাকে প্রেমের ভাটায়
এই পৃথিবীর সুখ দিয়েছি জলাঞ্জলি
নোনাজলে তোকে পোড়াই, নিজে পুড়ি
নাটাই ছাড়া রঙিন ঘুড়ি
শূন্যে উড়ি,
কেবল উড়ি,
কেবল উড়ি…
৩. ফুলের পালক 
দুধবরণ চাঁদের আলোয় আমার প্রাণকে পাঠালাম
আর ঝরে গেলো সব অবকাশ
ফুলের পালক
নারীর নিতম্বের মতো নদীর ঢেউয়ের কথোপকথন থেকে
জন্ম নিলো বুকভরা রোদের রোদন
অফুরন্ত অপরাহ্নমালা।
স্বপ্নের পাতায় দলিত শিশিরের টাপুর টুপুর
অন্তর অম্বরে দুরভিসন্ধির উড়াউড়ি–
টের পাই আমার আত্মার সোনালী আঁশ ছিঁড়ে গেছে জীর্ণ তন্তুর মতো।
টের পাই বিপন্ন যৌবনের হাতের তালোয়
মিটিমিটি তারার পিদিম,
আমার নিঃসঙ্গতা জুড়ে তোমার অনিমেষ অনুরণন
জমিদার শশীকান্তের নাচঘরের ঝাড়বাতির মতো জ্বলে অহর্নিশ,আর —
আমার কবিতার মন কাঁদে গোপনে গোপনে
বুকের বাঁধ ভেঙে কোন এক স্মৃতিকাতর বিতনু বিকেলের মতো
শিরা উপশিরায় শ্রাবণ ধারায়….