Logo

হাসানাত লোকমান এর তিনটি কবিতা

অনিন্দ্য বাংলা
রবিবার, জানুয়ারি ৩১, ২০২১
  • শেয়ার করুন

হাসানাত লোকমান এর তিনটি কবিতা

১. বিপ্রতীপ 
তোমার ঘরে শুক্লা দ্বাদশ আষাঢ় শ্রাবণ রাত
আমার ঘরে মেঘলা আকাশ শিলা-বৃষ্টিপাত।
তোমার যখন স্বর্ণ মাটি ফসল তোলার মাস
আমার তখন হিরোশিমা নগর সর্বনাশ।
আমার ছিলো জোছনা সাগর স্বপ্ন সরোবর
তোমার ছিলো হৃদয় নদী আলোকবর্ষ পর।
আমি যখন সুতাকাটা এলোমেলো ঘুড়ি
তুমি তখন শেষের বেলা সাজাও স্বপ্নপুরী।
২. কার জন্য 
কার জন্য ফুটছো তুমি ফুল,
কার জন্য ভাঙছো নদী জলের দু’টি কূল।
কার জন্য জোনাক জ্বলে অমা বনলোকে,
কার জন্য পাখি ডাকে বহুগামি শোকে।
কার জন্য হৃদয়-নেশা অন্তর অমোঘ টান,
কার জন্য কাঁটাতারে সেতার বাজায় গান।
কার জন্য করো চাষ ভালোবাসা ভূমি,
কার জন্য চাঁদচোখে রাত জাগো তুমি?
৩. সম্পর্কের অবনয়নে 
তোমার সাথে আমার দ্বিপাক্ষিক সম্পর্ক না থাকলে
শ্বাসকষ্টে কাতর হবে নদী ও বৃক্ষ
পৃথিবীর স্থানে স্থানে অনুভূত হবে ছয় দশমিক নয় মাত্রার ভূকম্পন!
তোমার সাথে সম্পর্ক খারাপ থাকলে
বৃষ্টির সাথে পাহাড়ের বিবাহ- বিচ্ছেদ ঘটবে
কমে যাবে আগুনের দাহ শক্তি
পয়মন্ত চাঁদ প্রসব করবে বেদনার কালো আলো।
তোমার সাথে আমার কথা না হলে
পক্ষাঘাতগ্রস্ত হবে আমাদের গনতন্ত্র
এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হবে
পরিবেশবান্ধব থাকবে না প্রেম
আকাশ হারাবে তার নীল, বৃক্ষ তার সবুজ।
যদি তোমার সাথে আমার দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়
রাজপথে স্বপ্নের মিছিলে আততায়ী বুলেটে বিদ্ধ হবে হৃদয়,
আমাদের ভবিষ্যতের চেহারা হবে এসিডদগ্ধ মুখের মতো ভয়ংকর বীভৎস ।
তোমার সাথে আমার সম্পর্ক খারাপ থাকলে
করোনায় আক্রান্ত হবে নক্ষত্র রাশি রাশি,
গ্রহে গ্রহে হিরোশিমা, নাগাসাকি
ফুলেরা বলবে না কানে কানে
ভালোবাসি… ভালোবাসি…