Logo

হাসান মাসুম এর কবিতা-সুখ অসুখ

অনিন্দ্য বাংলা
বুধবার, অক্টোবর ১৩, ২০২১
  • শেয়ার করুন

হাসান মাসুম এর কবিতা

১. সুখ-অসুখ

মাঠ কিনেছি ঘাট কিনেছি
ফ্ল্যাট কিনেছি ঢাকায়
বুক কিনেছি সুখ কিনেছি
মার্সিডিজের চাকায়।

হরিণ পুষি শালিখ পুষি
উতকোচেরই টাকায়
বন্ধুরা সব ঈর্ষা করে
চিকন চোখে তাকায়।

পয়সা বানাই হাত ঢুকিয়ে
গোখরো সাপের ঝাঁকায়
অডিট করে সাধ্য কি তার
সুইস ব্যাঙ্কের শাখায়।

লোক দেখানো দান করে যাই
চ্যানেল গুলায় দেখায়
লাভ হল কি? আই-সি-ইউতে
প্রাণটা গেলো ফাঁকায়।

লেসথো, আফ্রিকা
১১/১০/২০২১