Logo

১৮ এপ্রিলঃ ময়মনসিংহে করোনার সর্বশেষপরিস্থিতি

অনিন্দ্যবাংলা
শনিবার, এপ্রিল ১৮, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক ; ১৮ এপ্রিল শনিবার,    ময়মনসিংহ বিভাগে আরও পাঁচ করোনা রোগী শনাক্ত এই নিয়ে চার জেলায় আক্রান্ত ৮২ জন।

আজ যে ৫ রোগী শনাক্ত হয়েছে তারমধ্যে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা ও গফরগাঁওয়ে দুইজন, নেত্রকোনা জেলার খালিয়াজুড়িতে দুইজন এবং জামালপুর জেলার ইসলামপুরে একজন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রথম দফায় ৯৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ওই ৫ জনের করোনা পজিটিভ ধরা পড়ে।

ময়মনসিংহ বিভাগে চার জেলায় করোনা আক্রান্ত ৮২ জনের মধ্যে নেত্রকোনা জেলায় ২৪ জন, জামালপুর জেলায় ২৩ জন, ময়মনসিংহ জেলায় ২১ জন এবং শেরপুর জেলায় রয়েছেন ১৪ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে ১ম স্লট ও ২য় স্লট মোট ১৮৮টি নমুনায় ১০টি COVID-19 পজিটিভ এসেছে।

নেত্রকোনা -৩ জন (খালিয়াজুড়ি -২, আটপাড়া -১)
ময়মনসিংহ -৪ জন (সদর১, গফরগাঁও -১,মুক্তাগাছা -১, ঈশ্বরগঞ্জ -১)
জামালপুর -৩ জন (ইসলামপুর -১, মাদারগঞ্জ -২)