সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা ৫ লাখ, নিয়মিত চলবে অভিযান

স্টাফ রিপোর্টার, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১৫-১২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬৮

ময়মনসিংহ সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি ইটভাটাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর, ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী সদর উপজেলার দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত ইটভাটায় মাটি সংগ্রহ করায় আইনের ধারা ৫(২) লঙ্ঘনের অপরাধে এসব জরিমানা আরোপ করা হয়।
মোবাইল কোর্টে বাড়েরা পুল এলাকায় অবস্থিত মেসার্স সুরুজ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় প্রথমে ইটভাটাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে আংশিকভাবে ভেঙে দেওয়া হয় এবং ইটভাটাটির সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে উজান বাড়েরা এলাকায় অবস্থিত মেসার্স সেবা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং ইটভাটাটি বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলাম উপস্থিত থাকেন। পরিদর্শক মো. রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া ময়মনসিংহ জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ সেনাবাহিনী এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।